ঢাকা৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঈদে সরকারি চাকরিজীবীদের টানা ৬ দিন ছুটি পাওয়ার সম্ভাবনা

প্রতিবেদক
admin
মার্চ ১৪, ২০২৪ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

এবারের ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা পাঁচ থেকে ছয় দিনের ছুটি পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) শুরু হওয়া এবারের রোজা যদি ৩০টি হয় তাহলে ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল (বৃহস্পতিবার), যেদিন সাধারণ ছুটি।

এর আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি পান সরকারি চাকরিজীবীরা। সে হিসাবে ১০ এপ্রিল থেকে ১২ এপ্রিল (বুধ, বৃহস্পতি ও শুক্রবার) হবে ঈদুল ফিতরের ছুটি।

পরদিন ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি এবং তার পরের দিন ১৪ এপ্রিল (রোববার) বাংলা নববর্ষের ছুটি।

তবে, রোজা যদি ২৯টি হয় তবে ঈদুল ফিতর হবে ১০ এপ্রিল (বুধবার)। সেক্ষেত্রে ঈদের ছুটি শুরু হবে ৯ এপ্রিল (মঙ্গলবার) থেকে। এমন হলে সরকারি চাকরিজীবীরা টানা ছয় দিন ছুটি পাবেন।