ঢাকা৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এক ডগায় ঝুলছে ১৮ টি লাউ

প্রতিবেদক
admin
এপ্রিল ৩০, ২০২৪ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামপ্রতিনিধিঃ ৩০ এপ্রিল

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইসমাইল হোসেন( ৪৭) নামের এক কৃষকের লাউ গাছের একটি ডগায় ১৮ টি লাউ ঝুলছে। বসতভিটার রান্না ঘরের চালে এমন লাউ দেখে উৎসুক জনতা ভীড় করছে। ইসমাইল হোসেন ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ কদমেরতল এলাকার বাসিন্দা।

কৃষক ইসমাইল হোসেন জানান,সাত থেকে আট মাস আগে ফুলবাড়ি বাজার থেকে একটি লাউ গাছের চারা কিনে আনেন তিনি। তারপর একটি বস্তার মধ্যে জৈব সার ও মাটি ভরে লাউয়ের চারাটি রোপন করেন। চারা গাছটি বেড়ে উঠলে রান্না ঘরের চালে লাউয়ের ডগা উঠিয়ে দেন তিনি। এক পর্যায়ে লাউ গাছটি গোটা চালে ছড়িয়ে যায়। গাছটি থেকে এ পর্যন্ত ১০ থেকে ১৫ টি লাউ ছিড়ে রান্না করে খেয়েছেন। গত ১৫ দিন আগে গাছটির গোড়ার দিকের একটি ডগায় এক সাথে অনেক গুলো ছোট ছোট লাউ দেখতে পান তিনি। পরে গুনে দেখেন সেখানে একসাথে ১৮ টি লাউ রয়েছে। লাউ গুলো বর্তমানে আস্তে আস্তে বড় হচ্ছে।খাওয়ার উপযোগী হলে ছিড়বেন বলে জানান তিনি।

লাউ দেখতে আসা কবির মামুদ গ্রামের জয়নাল বলেন, লাউ গাছের একটি ডগায় একসাথে এতগুলো লাউ কোনদিনও দেখিনি। আজ লাউ গুলো দেখে খুবই ভালো লাগছে।

একই এলাকার ফিরোজ ও একরামুল হক জানান, জীবনের এই প্রথম এক সাথে একটি ডগায় ১৮ টি লাউ ধরা দেখলাম। সব আল্লাহের কৃপায় সব হয়।

ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার মোছাঃ নিলুফা ইয়াছমিন বলেন, কৃষক ইসমাইল হোসেনের লাউ গাছের একটি ডগায় এক সাথে ১৮ টি লাউ ধরার খবরটি শুনেছি এবং ছবিও দেখেছি। এটা জেনেটিক সমস্যার কারনে হয়ে থাকে। এটা অস্বাভাবিক কিছু না, তবে এটা কৃষকের জন্য খবই ভাল। আমি আজকালের মধ্যে সেখানে যাব এবং এটা নিয়ে আমরা কাজ করবো।