কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে জেলার স্বনামধন্য আইনজীবী ও সমাজসেবক এ্যাড. এ টি এম এনামুল হক চাঁদ এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এই নাগরিক স্মরণ সভাটির আয়োজন করেছে এ্যডভোকেট এনামুল হক চৌধুরী চাদ স্মৃতি পরিষদ।
বুধবার ১লা মে সন্ধায় মনি জিতেন শংকর স্মৃতি পরিষদ চত্বরে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এ্যডভোকেট এনামুল হক চৌধুরী চাদ স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন চাষি নুরুন নবী সরকার আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুল হক, মেয়র মো কাজিউল ইসলাম, সিনিয়ার সিটিজেন শামিউল হক নান্টু,বীরমুক্তিযোদ্ধা হারুনঅর রশিদ লাল, এ্যাডভোকেট আব্রাহাম লিংকন, সিনিয়ার সাংবাদিক সফি খান, ডাঃ মওদুদ হোসেন রাবু, ডাঃমোস্তাফিজুর রহমান মজনু ডাঃঅজয় কুমার রায় বাসদ নেতা ফুলবর রহমান,সাংবাদিক ছানালাল বকসি, সাবেক ছাত্রনেতা মাজেদ আলী,এমদাদুল হক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জ্যোতি আহম্মদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা দুলাল বোস , মনোয়ার হোসেন, আঃ মালেক