ঢাকা১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামের উলিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত ৩

প্রতিবেদক
admin
জানুয়ারি ৩১, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের উলিপুরে জমি জমা দখল সংক্রান্ত জেরে দূর্বৃত্তের হামলায় ৩ জনের আহতের ঘটনা ঘটেছে।আহতরা হলেন রওশন মিয়া পিতা মৃত কাশেম আলী, রওশনা বেগম স্বামী মৃত কাশেম আলী,শাহিনা বেগম স্বামী মোঃ বাবু মিয়া গ্রাম নয়াগ্রাম,হাতিয়া উলিপুর। আহতরা ২৩-০১-২৫ হইতে ২৬-০১-২৫ পর্যন্ত কুড়িগ্রাম (২৫০) শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। এ ঘটনায় রওশন মিয়া বাদী হয়ে উলিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ ও পারিবারিক সুত্রে জানা গেছে, রওশন মিয়া বিবাদী ইমানুর রহমানসহ অনান্য ভাইদের সাথে দীর্ঘ দিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে মোঃ ইমানুর রহমান (৫০) মোঃ মোক্তার আলী (৬৫) উভয় পিতা-মৃত বকিয়ত উল্যা,মোঃ সাফিউল ইসলাম (২৬) মোঃ গানিনুর রহমান (৩৫) মোঃ আঃ সালাম (৩০) সর্ব পিতা-মোঃ ইমানুর রহমান, মোঃ মজনু মিয়া (৪০) মোঃ মুর ছালিন (২৮) উভয় পিতা-মোঃ মোক্তার আলী, সর্ব সাং-হিজলী গোপপাড়া নয়াগ্রাম, ইউপি-হাতিয়া আমার মা,স্ত্রী,ছোট ভাইয়ের স্ত্রীকে প্রান নাশের উদ্দেশ্য দলবদ্ধ হয়ে আমাদের উপর হামলা চালায়।এতে আমার ছোট ভাইয়ের অন্ত স্বত্বা স্ত্রী শাহিনা বেগম, মা রওশনা ও আমার স্ত্রী আছমা বেগম গুরুতর খুন ও জখম ও মারপিটের স্বাীকার হই।

স্থানীয়রা আমাদের আত্মচিৎকারে উদ্ধার করতে আসলে এ মহুর্তে সোনার চেন নগদ অর্থসহ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি করে আসামীরা পালিয়ে যায়।আমরা এর বিচার চাই বলে জানান রওশনা বেগম।

কুড়িগ্রাম উলিপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জিল্লুর রহমান বলেন এ ঘটনায় রওশন মিয়া নামের এক ব্যাক্তি থানায় একটি অভিযোগ দায়ের করেছে।অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছেন বলে জানান তিনি।