ঢাকা৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

প্রতিবেদক
admin
এপ্রিল ২৮, ২০২৪ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধি-২৮ এপ্রিল
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাদল মিয়া (২৭) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
বাদল মিয়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার সীমান্তবর্তি নট্টবাড়ী করলা গ্রামের জাহিদুল মিয়ার ছেলে।

রবিবার ২৮ এপ্রিল দুপুরে ওই ভারতীয় নাগরিককে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার রাতে অবৈধ প্রবেশ করে সীমান্ত থেকে প্রায় দু’কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে সন্দেহজনক অবস্থায় ঘুরাফেরা করছিল। এমন খবরে বালারহাট ক্যাম্পের টহলরত বিজিবির সদস্যরা বালারহাট বাজার থেকে ওই ভারতীয় নাগরিককে হাতেনাতে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরে রাত ১২ টার দিকে বালারহাট ক্যাম্পের বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ (পার্সপোট আইনে) মামলা দায়ের করে থানায় সোর্পদ করে।

ফু্লবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অপরাধে বিজিবি বাদী হয়ে পাসপোর্ট আইনে মামলা করেছে এবং ভারতীয় নাগরিককে কারাগারে পাঠানো হয়েছে।