ঢাকা৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে আন্তঃধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
আগস্ট ২৮, ২০২৪ ৪:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামঃ২৫ আগস্ট

কুড়িগ্রামে সকল ধর্মের মানুষের মাঝে সৌহার্দপূর্ন ভ্রাতৃত্মোবোধ বিকশিত করতে জেলার সকল ধর্মের মানুষকে নিয়ে সম্প্রীতির ঐক্যের আয়োজন করেছে রুপসা সংস্থা।অনুষ্ঠানে হিন্দু খ্রিষ্ঠান,মুসলিম ও বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্বে থাকা লোকজন উপস্থিত ছিলেন।
রবিবার ২৫ আগষ্ট দুপুরে কুড়িগ্রামের খলিলগঞ্জ এলাকায় অভিনন্দন কনভেনশন সেন্টারে এই মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
রুপসা’র নির্বাহী পরিচালক হিরন্ময় মন্ডল এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ইসলামীক ফাউন্ডেশনের উপ পরিচালক মোঃ মারুফ রায়হান,ইমাম পরিষদের সভাপতি মাওলানা মোঃ নুর বখত,হিন্দু কল্যান ট্রাষ্টের উদয় শংকর ব্যানার্জি,বাংলাদেশ বৌদ্ধ পরিষদ সভাপতি অমল ব্যানার্জি,ইমরান সরকার পাদ্রী জাতীয় খ্রিষ্টান পরিষদসহ জেলার বিভিন্ন উপজেলা নেতৃত্ব বৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ।এখানে একই সাথে সকল ধর্মের মানুষের মাঝে পারস্পরিক ঔদার্যপূন সম্প্রীতি বন্ধন দৃঢ়।আমাদের বড় পরিচয় আমরা বাঙালি।দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমরা নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করবো।