কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে ঈদ উপলক্ষে সদর উপজেলার হলোখানা ইউনিয়নে দেড়শ ঘোড়া ও তাদের পরিচালককে ঈদ সামগ্রি বিতরণ করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) সকালে ইউনিয়নের চর হেমেরকুটিতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ কেজি চাল, ১ কেজি ডাল ও ৫ কেজি ভুষি বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার মুসফিকুল আলম হালিম, হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা, সাংবাদিক হুমায়ুন কবির সুর্য, সদর উপজেলা ভেটেনারী সার্জন বীরেন্দ্রনাথ রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান পরবর্তী সময়ে ভারবাহী ঘোড়া যাতে কষ্ট না পায় এজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফোম ও নরম চামড়া দিয়ে ঘোড়ার গাড়ির শ্যাফট মুড়িয়ে দেয়া হয়।#