ঢাকা৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে কমান্ডার আব্দুল মুছব্বির চৌধুরী কল্যাণ ট্রাষ্টের ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রতিবেদক
admin
এপ্রিল ৯, ২০২৪ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধি: ০৯.০৪.২০২৪
কুড়িগ্রামে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে কমান্ডার আব্দুল মুছব্বির চৌধুরী কল্যান ট্রাষ্ট কুড়িগ্রাম জেলা শাখা।

মঙ্গলবার ৯ এপ্রিল দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার টাপুভেলাকোপা ফারাজী পাড়া জামে মসজিদ মাঠে এসব উপহার সমাগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কমান্ডার আব্দুল মুছব্বির চৌধুরী কল্যান ট্রাষ্ট কুড়িগ্রাম জেলা শাখার প্রতিনিধি মোঃ ফজলুল করিম ফারাজী, জাতীয় দৈনিক পত্রিকা ও মাল্টিমিডিয়া কাল বেলার কুড়িগ্রাম জেলাপ্রতিনিধি মোঃ আবু সাইদ আহমেদ বাবু,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস ছাত্তার প্রিন্স, মোঃ নওশের আলী, মোঃ বাপ্পি, রাসেল ও মোরসালিন হক সহ স্থানীয়রা।

ঈদ সামগ্রী উপহার হিসেবে ছিল চাল, আলু,ডাল,সয়াবিন তেল, চিনি, লবন,পিয়াজ,দুধের প্যাকেট এছাড়া একটি সড়ক দুর্ঘটনায় আহত রিক্সা চালকের অসহায় পরিবারের এক মাসের চলার খাদ্য দ্রব্য ও পরিবারের সবার নতুন পোশাক কিনে দেন সংগঠনটির প্রতিনিধি।

এক মাসের খাদ্য সামগ্রী ও পোশাক পেয়ে পরিবারটির বৃদ্ধ মা ও মাছুম সন্তানেরা কমান্ডার আব্দুল মুছব্বির চৌধুরী কল্যান ট্রাষ্টের সাথে সকল সহযোগীতাকারীদের প্রতি দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন।