ঢাকা৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে জুয়া খেলা অবস্থায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ

প্রতিবেদক
admin
এপ্রিল ৯, ২০২৪ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম জেলার কচাকাটা থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ০৯ মার্চ ২০২৪ রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানাধীন চৌদ্দঘুরি গ্রামের মোঃ হানিফ আলী (৩৩), আব্দুল আলিম (৩০), দক্ষিণ চৌদ্দঘুরী গ্রামের মোঃ এমদাদুল হক (৪২), কালামুয়া মাঝিয়ালী গ্রামের মোঃ শফিকুল ইসলাম, চৌদ্দঘুড়ি গ্রামের মোঃ আলম (৫০)’দের কে জুয়া খেলার সময় জুয়া খেলার সরঞ্জাম উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে জুয়া নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা