ঢাকা১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে জুলাই আন্দোলনে শহীদ ৫ পরিবার পেলেন আর্থিক সহায়তা

প্রতিবেদক
admin
মে ২২, ২০২৫ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

ফজলুল করিম ফারাজী, কুড়িগ্রাম প্রতিনিধিঃ ২২ মে
কুড়িগ্রাম জেলার অধীনে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শহীদ ৫ পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা নগদ অর্থ চেক প্রদান করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন।

বৃহস্পতিবার ২২ মে দুপুর কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ ৫ পরিবারের সদস্যদের মাঝে এসব চেক তুলে দেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য মোঃ সাইয়েদ আহমেদ বাবু, কুড়িগ্রাম জেলা নাগরিক কমিটি(এনসিপি) সংগঠক মোঃ মুকুল মিয়া,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোঃ ফয়সাল আহমেদ, মুখ্য সংগঠক মোঃ সাদেকুর ইসলাম প্রমুখ।

জেলা প্রশাসক নুসরাত সুলতানা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছে তারা কোনো দলের সম্পদ নয়, তারা সবাই পুরো দেশবাসীর সম্পদ। গণঅভ্যুত্থানে সকল শহীদ পরিবারের কাছে আমরা ঋণী।