ঢাকা৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে দুঃস্থদের মাঝে ফুল দিচ্ছে ফ্রি স্বাস্থ্য সেবা

প্রতিবেদক
admin
এপ্রিল ২৪, ২০২৪ ১২:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের স্থানীয় সামাজিক সংগঠন ফাইট আনটিল লাইট ফুল এর উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ নাম মাত্র মূল্যে বিতরণের ব্যবস্থা নিয়েছে সংগঠনটি।মাত্র ২০ টাকা ভিজিটে স্বাস্থ্য সেবা ও ওষুধ পত্র নিতে পারবেন মানুষজন।

শনিবার ২৭ এপ্রিল দিনব্যাপী কচাকাটা ডিগ্রি কলেজ মাঠে এ স্বাস্থ্য সেবা দেয়া হবে।

উল্লখ্য যে, বল্লভের খাস , কেদার এবং কঁচাকাটা তিন ইউনিয়নের মা ও শিশু এবং মেডিসিন রোগে আক্রান্ত রোগীদের এ সুব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি।

ফাইট আনটিল লাইট ফুল এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল কাদের বলেন, সামজিক সংগঠন ফুল দীর্ঘ বছর ধরে সামাজিক, মানবিক কাজ করে আসছে এর ধারাবাহিকতায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে স্বাস্থ্য পরমার্শ ও ওষুধ বিতরনে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে।জন কল্যানে আমাদের এ ধারা অব্যহত থাকবে।