ফজলুল করিম ফারাজী, কুড়িগ্রাম প্রতিনিধিঃ ১১ অক্টোবর
কুড়িগ্রামের উলিপুরে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উৎযাপন উপলক্ষ্য শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে পুজামন্ডপসমুহ পরিদর্শন ও মত বিনিময় করেছেন জেলার আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাসুম বিল্লাহ।এসময় পুজা উদযাপন পরিষদ ও মন্ডপ কমিটির সভাপতি,সম্পাদক,সদস্য ও সুধীমহলের সাথে মত বিনিময় করেন।
শুক্রবার ১১ অক্টোবর সন্ধ্যায় উলিপুর থানার জোদ্দারপাড়া ইচ্ছাময়ী কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত দুর্গাপুজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের এডিশনাল ডিআইজি মোঃ আব্দুল লতিফ,উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম,বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ উলিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক উৎপল রায় প্রমুখ।
ক্যাপটেন মাসুম বিল্লাহ বলেন,দায়িত্বপূর্ণ এলাকায় পুজা চলাকালীন সময়ে যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যে অন্যান্য বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী সার্বক্ষনিক নিরাপত্তা দায়িত্ব পালন করছে।এ ছাড়া পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ বিশেষ সেনাবাহিনীর নজরদারিতে আছে বলে আশ্বস্ত করেন তিনি।
এ ছাড়া সাড়ম্বরপুর্ন পরিবেশে নির্বিঘ্নে পুজা উদযাপনে হিন্দু-মুসলিম নির্বিশেষে এলাকার সচেতন মহলের সহযোগীতা কামনাসহ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মালম্বী সকলের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন তিনি।