কুড়িগ্রাম প্রতিনিধিঃ ১৩ অক্টোবর।
কুড়িগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে সদর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক, লেফটেনেন্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান।
শনিবার ১২ অক্টোবর রাতে পূজা মন্ডপ পরিদর্শন ও মত বিনিময় করেন তিনি।

হিন্দু সম্প্রদায়ের সাথে কুশল বিনিময় করছেন লেঃ কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান।
এসময় কুড়িগ্রাম দক্ষিণপাড়া (মিস্ত্রীপাড়া) সার্বজনীন পূজামন্ডপ, কুড়িগ্রাম বাজার কালি মন্দির, নব-বাজার পূজা মন্ডপ ও রাধাগবিন্দ মন্দির, বারোয়ারী পূজা মন্ডপ, নব-বারোয়ারী পূজা মন্ডপ, খানপাড়া শীতলার মাঠ পূজা মন্দির, দাদামোড় সংলগ্ন বৈশ্যপাড়া পূজা মন্দির এবং পুরাতন থানাপাড়া পূজামন্ডপের কার্যক্রম পরিদর্শন ও পূজার সভাপতি, সদস্য এবং স্থানীয় ব্যক্তিবর্গের সাথে পূজার সার্বিক নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।
পূজা চলাকালীন এবং প্রতীমা বিসর্জনে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যে সকল ধরনের নিরাপত্তা যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং সার্বক্ষনিক বিজিবি টহলদল পূজামন্ডপ সমূহ নজরদারীতে রাখবে বলে সকলকে আশ্বস্ত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান।#