কুড়িগ্রাম প্রতিনিধিঃ ২৭ আগস্ট
কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ রোখসানা বেগমের পদ ত্যাগের দাবীতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা।পদ ত্যাগ না হওয়া পর্যন্ত টানা আন্দোলন করবেন বলেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার ২৭ আগস্ট দুপুরে কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
এসময় কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আন্দোলনে যোগ দেন কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনান্য শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীরা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শিক্ষার্থী মোছাঃ বুসরা বেনজির সিদ্দিক আয়াত বলেন,টানা ১৫ বছর ধরে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে দূর্নীতির আতুড় ঘর বানিয়েছেন প্রধান শিক্ষক মোছাঃ রোখসানা পারভীন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে আর্থিক দূর্নীতি,ভর্তি বানিজ্য,কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভবনে স্বামীর জন্য প্রমোদখানাসহ নানান অপকর্মে জড়িত ছিলেন তিনি। তাই রোখসানা পারভীনের শুধু বদলী নয় চাকুরী চ্যুত করা না পর্যন্ত আন্দোলন চলবে চলবে।প্রয়োজনে অসহযোগ আন্দোলনের ডাক দিবেন বলে জানান ওই শিক্ষার্থীরা।