কুড়িগ্রাম প্রতিনিধি
নদী খনন, বাঁধ নির্মাণসহ চরাঞ্চলে প্রাথমিক বিদ্যালয়, সড়ক ও স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চর কাকীলাপুরে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে নাগশ্বেরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চর কাকীলাপুরে দুধকুমরের পাড়ে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম নদী রক্ষা ও চর উন্নযন আন্দোলনের নির্বাহী সমন্বয়ক এ্যাডভোকেট নূরে এরশাদ সিদ্দিকী, সংগঠক আমিনুল ইসলাম আমিন, সহ সমন্বয়ক সাগর ঘোষ সহ নদী পাড়ের ভাঙ্গনের শিকার মানুষেরা।
এসময় দুধকুমর নদীর ভাঙ্গন রোধসহ চরাঞ্চলরে মানুষের জীবন-মান উন্নয়নরে দাবিতে বিভিন্ন শ্লোগান দেন চরের বাসিন্দারা।
যুগের পর যুগ ধরে চরাঞ্চলের পরিবারগুলো বার বার নদী ভাঙ্গনের কবলে পড়লেও কোন ব্যবস্থা নেয়নি সরকার। তাই বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে শুকনো মৌসুমে নদী ভাঙ্গন রোধ করে চরবাসীদের শিক্ষা, স্বাস্থ্য ও সেচকাজের জন্য বিদ্যুৎসহ সকল মৌলিক অধিকার নিশ্চিত করে জীবন-মান উন্নয়নের দাবি করেন তারা।