ঢাকা১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে নানা আয়োজনে কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিবেদক
admin
অক্টোবর ১৬, ২০২৪ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ১৬ অক্টোবর  

নানা আয়োজনে দেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম দৈনিক কালবেলার দ্বিতীয় বর্ষপূর্তি ও তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

বুধবার (১৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া এলাকায় জেলা  টাউন ক্লাবে কেক কাটার মাধ্যমে কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। 

এর আগে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের ঘোষপাড়া থেকে শুরু হয়ে শহরের  শাপলা চত্বর প্রদক্ষিণ করে পৌর টাউন ক্লাবে এসে শেষ হয়। র‍্যালী শেষে বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতারা কালবেলার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবুর হাতে ফুল দিয়ে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

পরে কালবেলার জেলা প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবুর সভাপতিত্বে, সাংবাদিক রাশেদুল ইসলামের সঞ্চালনায় কালবেলা পত্রিকার এগিয়ে যাওয়ার অভাবনীয় সফলতার গল্প উপস্থাপন করেন, সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, রাজনৈতিক ব্যক্তিত্ব আইনজীবী আশরাফ আলী, অধ্যাপক খন্দকার গোলাম ফারুক, নাছিম পারভেজ তারা, আজিজুল ইসলাম, মোর্শেদ হাসান লিটু, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সুজন মোহন্ত, ঢাকা পোস্ট ও দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি জুয়েল রানা, প্রথম আলোর কুড়িগ্রাম সংবাদদাতা জাহানুর রহমান, বুলবুল ইসলামসহ বিভিন্ন মিডিয়ার সংবাকর্মী ও জেলার সমাজকর্মী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ কালবেলার সাফল্য কামনা করে বক্তব্য রাখেন।

এছাড়াও কালবেলার বর্ষপূর্তি অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা কালবেলার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কালবেলা পত্রিকার সাহসী ভূমিকা পালনের জন্য ভূয়সী প্রশংসা করেন।