কুড়িগ্রাম প্রতিনিধিঃ ৬ জুন
কুড়িগ্রামে নারী- শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে প্রতিরোধ সমাবেশ করেছে বেসরকারি সামাজিক সংস্থা মহিদেব যুব সমাজ কল্যান সমিতি (এমজেএসকেএস)। চরাঞ্চলের মানুষের জীবন মান পরিবর্তন ও অসঙ্গতি চিহ্নিত করে নারীদের অধিকার আদায়ে অগ্রণী ভুমিকা পালন করে আসছে সংগঠনটি।
বৃহস্পতিবার ৬ জুন দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ছত্রপুর মৌলভী পাড়া এলাকায় এই প্রতিরোধ সমাবেশ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার বিশিষ্ট সাংবাদিক মোঃ শফি খান, স্থানীয় ইউপি সদস্য মোঃ হায়দার আলী,প্রজেক্ট অফিসার রত্না রানী রায়, মাঠকর্মী মোছাঃ আজিজা সুলতানা প্রমুখ।
এসময় বক্তারা নারী শিশু নির্যাতন ও বাল্যবিবাহের কুফল ও বাল্যবিবাহের ফলে কিশোরীদের নানান সমস্যার কথা তুলে ধরেন তারা।