ঢাকা১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে বাংলাদেশ কম্বাইন্ড টেকনোলজিস্ট এসোসিয়েশনের নব কমিটি পরিচিত সভা

প্রতিবেদক
admin
মার্চ ২৪, ২০২৪ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ২৪ মার্চ
বাংলাদেশের বেসরকারি মেডিকেল টেকনোলজিস্টদের সংগঠন বাংলাদেশ কম্বাইন্ড মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিসিএমটিএ)। সংগঠনটি মুলত দেশের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত টেকনোলোজিষ্টদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান ও তাদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করে। এরই অংশ হিসেবে অন্যান্য জেলার ন্যায় কুড়িগ্রাম জেলাতেও তাদের কার্যক্রম পরিচালনার জন্য কমিটি দেয়া হয়েছে।

শনিবার ২৩ মার্চ কুড়িগ্রাম ঘোষপাড়াস্থ ওএফসি ফাস্টফুড এন্ড চাইনিজ রেষ্টুরেন্টে এই পরিচিতি সভার আয়োজন করে সংগঠনটি।
আরো পড়ুন…

নব কমিটির তালিকা

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএমটিএ এর জেলা কমিটির সভাপতি মো: মাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো আরিফুল ইসলাম আরিফ, সাংগঠনিক সম্পাদক মো: রিয়াজুল ইসলাম সহ ১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

হাতে তৈরি টুপি বানিয়ে লাখোপতি মোর্শেদা
আলোচনাসভায় বক্তারা সংগঠনটির দ্রুত পূর্নাঙ্গ জেলা কমিটি সহ অন্যান্য উপজেলা কমিটি গঠনের মাধ্যমে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার আশ্বাস দেন।