কুড়িগ্রাম প্রতিনিধিঃ ৩০ মার্চ
কুড়িগ্রামে পুলিশ পরিবারের ১৩ জন মেধাবী শিক্ষার্থীকে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি- ২০২২ সম্মাননা দেওয়া হয়েছে। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ এর পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট,সন্মানী ও সাটিফিকেট তুলে দেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম।
শনিবার (৩০ মার্চ) সকালে কুড়িগ্রাম জেলা পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে হল রুমে এ বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি- ২২ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম , কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সাজ্জাদ হোসেন সহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ।
মেধাবৃত্তি অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় ৮ জন ও এইচএসসি পরীক্ষায় ৫ জন মোট ১৩ জনকে মেধাবৃত্তি প্রদান করা হয় ।
মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী মোছাঃ আরিফা জান্নাত আরশী বলেন, আমরা হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, আহসান হাবিব, এম আর আখতার মুকুল, সুশানে গীতি, মেয়র আতিকুর রহমানের মতো গর্বিত মানুষ হতে চাই।আমাদের বাবা মায়ের মতো দেশসেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।
আরেক শিক্ষার্থী হিমাদ্রী নন্দিনী রায় বলেন, জীবনের এই যাত্রায় আমাদের উৎসাহিত করার জন্য, আলোকিত করার জন্য আমরা বাংলাদেশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্যারের প্রতি আজীবন কৃতজ্ঞতা জানাই ।