আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাবো স্বপ্ন নিয়ে এই শ্লোগানে কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে আইন-২০১৭, শতভাগ শিশুর জন্ম নিবন্ধন ও বিবাহ রেজিষ্ট্রেশন বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) দুপুরে সদরের যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর ফেডারেশন চত্বরে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। যাত্রাপুর যুব সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রহিম উদ্দিন হায়দার রিপন, ইউনিয়ন ফেডারেশনের চেয়ারম্যান আব্দুল জব্বার, যাত্রাপুর কিন্ডারগার্টের পরিচালক এরশাদুল হক ও আরডিআরএস বাংলাদেশ সিএনবি প্রকল্পের ইউনিয়ন ফ্যাসিলেটর শফিয়ার রহমানসহ বিভিন্ন স্কুলের ছাত্রীরা।
বাল্যবিবাহ প্রতিরোধে আইন-২০১৭, শতভাগ শিশুর জন্ম নিবন্ধন ও বিবাহ রেজিষ্ট্রেশন বিষয়ক ক্যাম্পেইনে ৪০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করে আরডিআরএস বাংলাদেশ।