ঢাকা১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে ভর্তি পরিক্ষায় ছাত্রদলের হেল্প ডেস্ক পেয়ে খুশি শিক্ষার্থীরা।

প্রতিবেদক
admin
মে ৩১, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় কুড়িগ্রামে জাতীয় বিশ্ব বিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক এর আয়োজন করেছে জেলা ছাত্র দল সহ অনান্য ইউনিটের নেতাকর্মীরা।
শনিবার ৩১ মে সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ চত্বরে এ হেল্প ডেস্ক স্থাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আদর্শ মজিদা কলেজ শাখার ছাত্রদল এর সদস্য সচিব নাঈম ইসলাম,কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার ছাত্রদল এর আহবায়ক আসাদুজ্জামান আকাশ,, সদস্য সচিব মিলন রহমান, কুড়িগ্রাম জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা,যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার আহাম্মেদ শাওন সহ কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রদল এর নেতৃবৃন্দ।
ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী মোছাঃ ইসরাত জাহান নিপুণ বলেন, আমি বাসা থেকে তাড়হুড়ো করে কেন্দ্রে এসে দেখি আমার হাতের মোবাইল আর পার্টস নিয়ে এসেছি।পরিচিত কেউ নেই তাদের জিম্মায় রাখবো।ছাত্র দলের হেল্প ডেস্কে জমা দিয়ে টেনশন মুক্তভাবে পরিক্ষা দিতে পারলাম।

কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার ছাত্রদল এর আহবায়ক আসাদুজ্জামান আকাশ,, সদস্য সচিব মিলন রহমান বলেন, জনাব তারেক রহমানের নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ এর হেল্পডেস্ক স্থাপন করা হয়েছে।পরিক্ষার্থীদের সহায়তায় ছাত্রদল সব সময় ছিল, ভবিষ্যতেও এ ধারা অব্যহত রাখবে বলে জানান নেতাকর্মীরা।