ঢাকা৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে জামিন নিতে এসে বিএনপি’র ৬ নেতা কারাগারে

প্রতিবেদক
admin
এপ্রিল ২৮, ২০২৪ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধি:২৮ এপ্রিল
অগ্নি সংযোগ, ভাংচুর,রাস্তা অবরোধসহ নানা অভিযোগে গত ১নভেম্বর ২০২৩ তারিখে রাষ্ট্রপক্ষ কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো অনেককে আসামি করা হয়। ইতিমধ্যে জেলা বিএনপি’র সহ-সভাপতি সহ কয়েকজন জামিনে রয়েছেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আশরাফ আলী জানান, মামলার অন্যান্য আসামির মধ্যে কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সহ-সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, জেলা যুবদলের সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক
ফরহাদ হোসেন বুলেটকে মহামান্য হাইকোর্ট ছয় সপ্তাহের জন্য তাদের জামিন মঞ্জুর করে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। আজ রোববার ২৮ এপ্রিল তারা কুড়িগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর কবির শিপন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ শারীরিকভাবে অসুস্থ থাকায় তাকে বাদ দিয়ে বাকি ছয় জনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।
এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি, তাসভীরুল ইসলাম, বলেন আসামীরা মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নিম্ন আদালতে জামিন নিতে গেলে তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন আমরা তাদের যামিনের জন্য জজকোর্টে যাব আশাকরছি তাদেরকে যামিনে মুক্তি দেয়া হবে। সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বলেন, আশাকরি উচ্চ আদালতে তাদেরকে যামিন দেয়া হবে। দলীয় নেতাদের মুক্তি দাবি করছি ।