ঢাকা২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে মা ও শিশু পুষ্টি বিষয়ক অবহিতকরণ সভা

প্রতিবেদক
admin
মার্চ ২৭, ২০২৪ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ২৭ মার্চ
কুড়িগ্রামে “মা ও শিশু পুষ্টি সহায়তা (গঅঈঘঅচ) প্রকল্প” এর অবহিতকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ফাইট আনটিল লাইট (ফুল) এর আয়োজনে এই অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।

বুধবার ২৭ মার্চ দুপুরে কুড়িগ্রাম সিভিল সার্জন অফিস হল রুমে এ সভা অনুষ্ঠান হয়েছে।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো: মনজুর-এ মুর্শেদ, সিভিল সার্জন কুড়িগ্রাম।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ফুল এর নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মুহাম্মদ আব্দুল কাদের।

এসময় উপস্থিত ছিলেন ডা. মো.লুৎফর রহমান , ডেপুটি সিভিল সার্জন, ডা. মো. ফরহাদ হোসেন, ইউ এইচ এন্ড এফ পি ও, উলিপুর, ডা. সারওয়ার জাহান, ইউ এইচ এন্ড এফ পি ও, রাজিবপুর, ডা: আব্দুল্লাহ আল মামুন, ইউ এইচ এন্ড এফ পি ও, নাগেশ্বরী, ডা. মো: মিজানুর রহমান, ইউ এইচ এন্ড এফ পি ও, রাজারহাট, ডা. নুসরাত জাহান, ইউ এইচ এন্ড এফ পি ও, কুড়িগ্রাম সদর, ডা. আমিনুল ইসলাম, ইউ এইচ এন্ড এফ পি ও, চিলমারী, ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, ইউ এইচ এন্ড এফ পি ও, ভূরুঙ্গামারী, ডা. মো: সুমন কান্তি সাহা, ইউ এইচ এন্ড এফ পি ও, ফুলবাড়ী, ডা. মো. ইমতিয়াজ হোসেন, সিনিয়র মেডিকেল অফিসার – ফুল, মো. রবিউল ইসলাম, ম্যানেজার – ফুল, কুড়িগ্রাম প্রমূখ।

ফুল এর প্রকল্প পরিচালক আব্দুল কাদের বলেন, কুড়িগ্রাম জেলায় ৯ টি উপজেলার ৩৮ টি ইউনিয়নে মা ও শিশুর পুষ্টি বিষয়ক কর্মসূচি বাস্তবায়ন হবে। এ প্রকল্পে প্রায় ৩৩৩৬৪ জন সুবিধা পাবে।

কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মো: মনজুর-এ মুর্শেদ বলেন, “এটি একটি চমৎকার প্রকল্প । আমার দপ্তরের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে জানান তিনি।