কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে আন্তর্জাতিক মা দিবস পালিত হয়েছে।দিবসটি
উপলক্ষে অসহায় হত দরিদ্র নারীদের হাতে ১০ টাকার বিনিময়ে শাড়ি বিক্রি করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ফাইট আনটিল লাইট ফুল। মা দিবসের ১০ টাকায় শাড়ি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বয়োজ্যেষ্ঠ নারীরা।
রবিবার ১২ মে বিকেলে কুড়িগ্রাম পৌর শহরের শান্তি নগর খলিল গঞ্জ এলাকায় অসহায় মায়ের হাতে শাড়ি তুলে দেন মোছা. জেবুন নেছা, উপ পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর,কুড়িগ্রাম ও সংগঠনটির নির্বাহী পরিচালক মোঃ আব্দুল কাদের।
হত দরিদ্র ও নিম্ন আয়ের নারী শ্রমিকদের কথা বিবেচনা করে জেলার প্রত্যান্ত চরাঞ্চলে মানুষের মাঝে নাম মাত্র মূল্যে শাড়ি লুঙ্গী ও ব্লাউজের কাপড় বিক্রি করে আসছে সংগঠনটি।এছাড়া নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন, পুষ্টি ও স্বাস্থ্য সেবা ও অসহায় বাবা মায়ের মুখে হাসি ফোটাতে বিভিন্ন কর্মসুচি পালন করে আসছে।
১০ টাকায় শাড়ি পেয়ে খুশি হয়ে মোছাঃ জমিলা বেগম বলেন,শেষ বয়সে এসে আমাদের মত মানুষদের কেউ খোঁজ নেয় না। সেখানে ফুল আমাদের খোঁজ করে নাম মাত্র ১০ টাকার বিনিময়ে শাড়ি দিলো। আমরা খুব খুশি হয়েছি।
ফাইট আনটিল লাইট ফুল এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল কাদের বলেন, কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় সামাজিক সংগঠন ফুল শহর গ্রাম ও প্রত্যান্ত চরাঞ্চলের মানুষ মাঝে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে এক যুগের বেশি সময় ধরে কাজ করে আসছে।
তিনি আরো বলেন, আমরা ত্রানে নয় বিনিময়ে উপহার দিয়ে মানুষের মানসিকতার পরিবর্তন আনতে চাই। মা দিবসে এমন আয়োজন করতে পেরে ভালো লাগলো। সবার সহযোগিতায় চাই।