ঢাকা২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে রংপুর বিভাগীয় কমিশনারের মতবিনিময়

প্রতিবেদক
admin
এপ্রিল ২৩, ২০২৪ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে রংপুর বিভাগীয় কমিশনারের মতবিনিময়
কুড়িগ্রাম জেলার উন্নয়ন এবং সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন।

মঙ্গলবার সকাল সোয়া ১১টায় কালেক্টরেট সভাকক্ষে জেলা ও উপজেলার কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আ ন ম ওবাইদুর রহমান, সিভিল সার্জন ডা. মঞ্জুর এ মোর্শেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম, স্বাধীনতা পুরস্কারে ভূষিত অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সনাক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব নীলু, সিনিয়র সাংবাদিক সফি খান, মমিনুল ইসলাম মঞ্জু, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই (বীর প্রতীক), বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন প্রমুখ।

আলোচনায় সভায় কুড়িগ্রাম অর্থনৈতিক অঞ্চল দ্রুত চালু, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের কাজকে অগ্রগামী করাসহ সকল উন্নয়ন কার্যক্রমকে বেগবান করার গুরুত্ব দেয়া হয়।

বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন কুড়িগ্রাম জেলার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স উচ্চারণ করে হুঁশিয়ার করে দেন সকল সরকারি দপ্তর কর্মকর্তাদের।

মতবিনিময় সভা শেষে বিভাগীয় কমিশনার কুড়িগ্রামের অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন।