কুড়িগ্রাম প্রতিনিধি
শুক্রবার কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কুড়িগ্রাম জেলা’র ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও দোয়া অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক প্রাক্তন নবীন ছাত্র- ছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাবেক ছাত্র নেতা, রাকসুর নির্বাচিত সোহরাওয়ার্দী হলের সাবেক ভিপি বর্তমানে কুড়িগ্রাম জেলা বি এনপির যুগ্ম ্আহবায়ক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মো. শহীদুল ইসলাম, এ্যাডভোকেট প্রদীক কুমার, অধ্যক্ষ প্রতিমা রানী প্রমুখ। উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
ইফতার আয়োজন শেষে অধ্যক্ষ প্রফেসর কাজী শফিকুর রহমান শফিককে আহবায়ক এবং মো. সাইদুর রহমান দুলুকে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটি শীঘ্রই রাবি এলামনাই এসোসিয়েশন কুড়িগ্রাম জেলার একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।