ঢাকা১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় অগ্রগতিতে সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
এপ্রিল ২, ২০২৪ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ২ এপ্রিল
বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার আয়োজনে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৪ ও বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে সভা অনুষ্ঠিত হয়।

২ এপ্রিল ২০২৪ মঙ্গলবার সকাল ১১:৩০ ঘটিকায় পুলিশ হেডকোয়ার্টার্সের ‘হল অব প্রাইড’ এর সম্মেলন কক্ষে সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম-বার, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপারের কার্যালয়, কুড়িগ্রাম সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যুক্ত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম-সেবা।

এছাড়াও ভার্চুয়ালি সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সাজ্জাদ হোসেন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান পিপিএম, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলাম সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ যুক্ত ছিলেন।