ঢাকা৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে শুরু হচ্ছে ২ দিন ব্যাপী জাতীয় অনুষ্ঠান “বৈশাখের রং লাগাও প্রাণে’

প্রতিবেদক
admin
মে ৯, ২০২৪ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে শুরু হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমির জাতীয় অনুষ্ঠান ‘বৈশাখের রং লাগাও প্রাণে’।সারাদেশের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ীরা জাতীয় পর্যায়ের ৮ বিভাগের প্রতিযোগীরা অংশ নিবে।

শুক্রবার ১০ এপ্রিল বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে কুড়িগ্রামের শেখ রাসেল অডিটরিয়ামে দুইদিন ব্যাপি এ অনুষ্ঠান চলবে।

অনুষ্ঠান উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক মো: সাইদুল আরীফের সভাপতিত্বে কুড়িগ্রাম কালেক্টরেট সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক বিশিষ্ট শিশু সাহিত্যিক ছড়াকার আনজির লিটন, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, কুড়িগ্রাম জেল শিশু বিষয়ক কর্মকর্তা মঞ্জুরুল কাদির, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সিনিয়র সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু,সাংবাদিক ইউনুস আলী, এ্যাড. আহসান হাবীব নীলু, সাংবাদিক মাহফুজার রহমান টিউটর,টেলিভিশন সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর প্রমুখ।

এসময় বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজির লিটন জানান, বৈশাখ উপলক্ষে গত ২৪ এপিল সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে জেলায় জেলায় জাতীয় পর্যায়ের এ প্রতিযোগীতা শুরু হয়। এরপর বিভাগীয় পর্যায়ে বাছাই শেষে প্রতি বিভাগ থেকে ১০ জন করে প্রতিযোগী নিয়ে আগামী ১০ মে কুড়িগ্রামের শেখ রাসেল অডিটোরিয়ামে হবে জাতীয় পর্যায়ের এ চুড়ান্ত প্রতিযোগীতা। আর ১১ মে পুরস্কার বিতরনী অনুষ্ঠান। এতে সারাদেশের ৮০ জন প্রতিযোগী অংশ নেবে। এ প্রতিযোগীতার উদ্বোধন করবেন কথা সাহিত্যিক সৈয়দ আনোয়ারা হক।