ঢাকা১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে সাড়ে পাঁচ লাখ টাকার ভারতীয় কাপড়সহ দুই কারবারি আটক

প্রতিবেদক
admin
মার্চ ২৩, ২০২৪ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ৬৬১ পিস ভারতীয় কাপড়(থ্রি পিস ও শাড়ি) মোঃ আব্দুল হাকিম (৩২) ও মোঃ মফিজুল ইসলাম (২৭) নামের দুই চোরা কারবারিকে আটক করেছে ভুরুঙ্গামারী থানা পুলিশ। আটকৃতরা হলেন উপজেলার পূর্ব ভোট হাট গ্রামের মোঃ আব্দুস ছাত্তারের ছেলে।
 শনিবার ২৩ মার্চ রাতে উপজেলার সোনাতলি পুকুর পাড় এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ। 
পুলিশ জানায়, ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম পুলিশ সার্কেল মোর্শেদুল ইসলামের নেতৃত্বে গত ২২ মার্চ গভীর রাতে ভূরুঙ্গামারী থানাধীন সোনাতলী পুকুরপাড় এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা ভারতীয় ৬৬১ পিস শাড়ি ও থ্রি পিস পাচারকরার সময় পূর্ব ভোটহাট গ্রামের কুখ্যাত চোরাকারবারি মোঃ আঃ হাকিম এবং মোঃ মফিজুল হক দ্বরকে হাতেনাতে গ্রেফতার করে। এসময় চোরাচালানের কাজে ব্যবহৃত দুইটি অটোরিকশা জব্দ করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত চোরাকারবারিদের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় স্পেশাল পাওয়া অ্যাক্ট আইনে মামলা রুজু করা হয়েছে।