ঢাকা৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে হজ্জ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
এপ্রিল ২৪, ২০২৪ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামে পবিত্র হজ্জ পালনে নিয়ম কানুন সম্পর্কে বিস্তারিত জানাতে একদিনের হজ্জ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও হিজবুল আরাফাত।

বুধবার ২৪ এপ্রিল দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের আলমাস কমিউনিটি সেন্টারে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইদুল আরীফ, জেলা প্রশাসক, কুড়িগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার, কুড়িগ্রাম ও ডাঃ মোঃ মনজুর-এ মুর্শেদ, সিভিল সার্জন, কুড়িগ্রাম।

প্রশিক্ষণ পরিচালনা করেন জনাব আলহাজ মুহাঃ নূর বস্তু, অধ্যক্ষ, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসা ও সভাপতি, হিজবুল আরাফাত (হাজী সমিতি), কুড়িগ্রাম ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব মোঃ হাসিবুল ইসলাম (বাদল)।

পবিএ হজ্জে পালনের নিয়ম-কানুন বর্ণনা করছেন, হিজবুল আরাফাত কুড়িগ্রামে সভাপতি আলহাজ্ব নুরবখ্ত

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন আলহাজ মোঃ মারুফ রায়হান, উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, কুড়িগ্রাম। অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মোঃ পূবন আখতার উপস্থিত থেকে সমাপনী বক্তব্য দান করেন। অতপর দোয়া ও মুনাজাত অন্তে কর্মশালার সমাপ্তি করা হয়।