ঢাকা১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে ২৫শে মার্চ কালরাত্রি স্মরণে আলোক শিখা প্রজ্জ্বালন

প্রতিবেদক
admin
মার্চ ২৫, ২০২৪ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ২৫ মার্চ
একাত্তরের ২৫শে মার্চ কালরাত্রি স্মরণে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার সন্ধ্যায় শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রদীপ প্রজ্জ্বালন করা হয়েছে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সুধীজন এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ লাল, জেলা আওয়ামীলীগের সহসভাপতি সাঈদ হাসান লোবান, মহিলা পরিষদের সভাপতি রওশনআরা চৌধুরী বেগম, সাধারণ

সম্পাদক প্রতীমা রায় চৌধুরী, নারী নেত্রী শাহানাজ বেগম নাজু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক দুলাল বোস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহŸায়ক শ্যামল ভৌমিক, সাংস্কৃতিক সংগঠক সাম্প্রতিক কুড়িগ্রামের শাহানুর রহমান, ঐতিহ্যের সংগঠক কবি সোলায়মান বাবুল, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের ইমতে আহসান শিলু, সাতকুড়ি রায় নীলু, ললিতকলা একাডেমির সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, প্রচ্ছদ কুড়িগ্রামের সাধারণ সম্পাদক বিপ্লব তরফদার প্রমূখ।
২৫ শে মার্চ কে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে জাতিসংঘের স্বীকৃতির দাবী সহ আন্তর্জাতিক আদালতে গণহত্যা সংগঠনকারী পাকিস্তানের বিচারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন বক্তারা।