ঢাকা৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে রৌমারী ও রাজিবপুরে জেলা প্রশাসনের মতবিনিময়

প্রতিবেদক
admin
এপ্রিল ২৮, ২০২৪ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামে আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার লক্ষ্যে ১ম ধাপে অনুষ্ঠিতব্য রৌমারী ও রাজিবপুর উপজেলার নির্বাচনী কাজে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার গণের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রৌমারীতে সকাল ১১টায় নুরুল ইসলাম পাপ্পুলিয়া মিলনায়তনে এবং রাজিবপুরে বিকেল ৩ টায় রাজিবপুর পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোঃ আলমগীর, রৌমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাহিদ হাসান খান, রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোঃ তানভীর আহমেদ, রৌমারী থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুল্লাহহিল জামান, রাজিবপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান পিপিএম, ঢুষমারা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ আবু ছায়েম মিয়া, রৌমারী উপজেলা নির্বাচন অফিসার মোঃ ইমদাদুল ইসলাম, রাজিবপুর উপজেলা নির্বাচন অফিসার লিটু আহমেদ সহ রৌমারী ও রাজিবপুরের প্রিজাইডিং অফিসারগণ।

প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলার রিটার্নিং অফিসার এবং পুলিশ সুপার আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ১ম ধাপ নির্বাচনে মহামান্য নির্বাচন কমিশন কর্তৃক সকল আদেশ নিষেধ যথাযথভাবে প্রতিপালনের কথা দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করে বলেন সকল বাধা, ভয়ভীতি, লোভ-লালসার উর্ধ্বে উঠে শতভাগ সততা, সাহস, নিষ্ঠা, ও পেশাদারিত্বের সাথে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সকলের সহযোগীতা একান্ত জরুরি বলে জানান তিনি।