কুড়িগ্রাম জেলার সদর উপজেলাধীন কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার গভর্ণিং বডিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সদর উপজেলার এম ছাত্তার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মুকুল মিয়া।
শনিবার ১৭ মে কুড়িগ্রাম আলীয়া কামিল মাদ্রাসার পরিদর্শক মুর্শিদা করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তীতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তীতে আরো বলা হয়,উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে সদয় অবগতি ও পরবর্তী কার্যক্রম গ্রহণের নিমিত্ত জানানো যাচ্ছে যে, বিষয়োক্ত মাদ্রাসার গভর্ণিং বডিতে মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক একজন বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের নিমিত্ত সূত্রোস্থ ১ নং স্মারকে বর্ণিত মাদ্রাসার অধ্যক্ষ কর্তৃক ০৩ (তিন) জনের নামের প্রস্তাব সম্বলিত একটি আবেদন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে দাখিল করা হয়েছে।
অধ্যক্ষ কর্তৃক দাখিলকৃত আবেদন ও আবেদনের সাথে সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনান্তে সূত্রোস্থ ২ নং স্মারকের ১৬ নং অনুচ্ছেদে (ফাযিল মাদ্রাসায় বিদ্যোৎসাহী সদস্য পদে মহাপরিচালকের প্রতিনিধি মনোনয়ন দান) বর্ণিত ক্ষমতা বলে নিম্নে বর্ণিত ব্যক্তিকে বর্ণিত মাদ্রাসার গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য হিসেবে নির্দেশক্রমে মনোনয়ন দেয়া হলো-মনোনিত বিদ্যোৎসাহী প্রতিনিধির নাম জনাব মোঃ মুকুল মিয়া পিতা: মোজাম্মেল হক।গ্রাম: হাজীপাড়া, ডাক: মোগলবাসা, উপজেলা: সদর, জেলা: কুড়িগ্রাম।
কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার নব নিযুক্ত বিদ্যুোৎসাহী সদস্য শিক্ষক মোঃ মুকুল মিয়া বলেন, আমি নিজেই একজন শিক্ষক। কুড়িগ্রাম আলীয়া কামিল মাদ্রাসার গভর্ণিং বডিতে আমাকে নিযুক্ত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।সেই সাথে প্রতিষ্ঠানটির শিক্ষার উন্নয়নে সকলের সহযোগিতায় কিভাবে আরো অগ্রগতি আনা যায় সে ব্যাপারে অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করার চেষ্টা করবো বলে জানান তিনি।
