ঢাকা১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রাম প্রথম আলো চরে অভিভাবক সমাবেশ

প্রতিবেদক
admin
এপ্রিল ৪, ২০২৪ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম প্রথম আলো চরে অভিভাবক সমাবেশ
প্রতিনিধি কুড়িগ্রাম
কুড়িগ্রাম প্রথম আলো চর আলোর পাঠশালা মাঠে অভিভাবক সমাবেশ,দোয়া বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়।
সমাবেশে চরবাসী, শিক্ষক, শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অতিথি ছিলেন চর ও পাঠশালার প্রতিষ্ঠতা সফি খান। প্রথম আলো সংবাদ দাতা জাহানুর রহমান, প্রথম আলো বন্ধুসভার সভাপতি রাজু আহাম্মেদ।

আলোর পাঠশালার প্রধান শিক্ষক আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদের, চরবাসির পক্ষে আব্দুর সোবহান, ফজলার রহমান। বক্তারা বর্ষার আগে চরের পূর্বপাশে ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডসহ প্রশাসনের সহযোগীতা কামনা করেন।
এছাড়া পাঠশালার সামনে শিক্ষার্থী,চরবাসীর পারাপারের জন্য নালার উপর একটি কাঠের সেতু তৈরী করে দেয়ার আহব্বান জানান। শেষে দেশ এবং মানুষের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।