ঢাকা৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রাম বিডিআর কল্যান পরিষদের মানবন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২১, ২০২৪ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

২০০৯ সালে পরিকল্পিত যড়যন্ত্রের কারণে পিলখানায় সংগঠিত হত্যা কান্ডের দায় চাপিয়ে দেয়া ক্ষাতিগ্রস্থ বিডিআর সদস্যদের চাকুরীতে পুনবহাল এবং কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবীতে আজ বৃহষ্পতিবার দুপুর সাড়ে ১টার দিকে কুড়িগ্রাম বিডিআর কল্যান পরিষদ জেলা প্রশাসক কার্যালয় চত্তরে মানবন্ধন করে। এ সময় তাদের পরিবার পরিজনের সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা কান্নায় ভেঙ্গে পড়েন।

বক্তব্য রাখেন হাবিলদার (অবঃ) আখেল আলী, হাবিলদার (অবঃ) মোঃ নুরুজ্জামান, নায়েক (অবঃ) বাদশা মিয়া প্রমুখ। পরে তারা জেলা প্রশাসক নুসরাত সুলতানাকে স্বারক লিপি প্রদান করে।
এ সময় বক্তারা বলেন ২০০৯ সালে ২৫ ও ২৬ ফেব্রয়ারী পিলখানায় পকিল্পিত হত্যাযঞ্জের সুষ্ঠতদন্ত ও চাকুরীচ্যুত সকর বিডিআর সদস্যদের চাকুরীতে পুনঃবহালের দাবী জানান। তারা বলেন হাজার হাজার পরিবার মানবেতর জীবন যাপন করছে। তাদের প্রতি সহায় হওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেন।
#