ঢাকা২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রাম সোনাহাট স্থল বন্দরে ভুটানের রাজাকে বিজিবি’র গার্ড অব অনার প্রদান

প্রতিবেদক
admin
মার্চ ২৮, ২০২৪ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ২৮ মার্চ

বাংলাদেশের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলার বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল। পরিদর্শন শেষে ভুটানের রাজাকে গার্ড অব অনার ও ফুলেল শুভেচছা জানান কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের সদস্য ও কর্মকর্তাগণ।

বৃহস্পতিবার ২৮ মার্চ দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা সোনাহাট স্থল বন্দরে মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, পিএসসি, রিজিয়ন কমান্ডার, উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুর ফুলেল শুভেচ্ছা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

এসময় উপস্থিত ছিলেন,ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, পিএসসি, রিজিয়ন কমান্ডার, উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুর এবং কর্নেল মামুনুর রশীদ, পিএসসি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রংপুর ও লেঃ কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান, অধিনায়ক, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সহ বিজিবি’র অন্যান্য কর্মকর্তাগণ।


আনুষ্ঠানিকতা শেষ যথাযথ নিরাপত্তার মাধ্যমে বিদায়ী
সম্বোর্ধনা দেন বর্ডার গার্ড অব বাংলাদেশ ২২ বিজিবি।