ঢাকা৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে বাড়ি ঘরে হামলা নগদ টাকা লুটপাট

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ১০:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের পৌর শহরের চর ভেলাকোপা ছাগলে ক্ষেত খাওয়া কেন্দ্র ঘরে ঘর বাড়ি ভাঙচুর ও নগদ অর্থ লুটপাট করে পালিয়েছে দূর্বৃত্তরা।এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

জানা গেছে,ছাগলের ক্ষেত খাওয়াকে কেন্দ্র আপন চাচা-ভাতিজার মধ্যে বাকবিতন্ড হয় পড়ে সেই ঘটনাকে কেন্দ্র করে লোকজন নিয়ে এসে আপন চাচা কবির হোসেন ও চাচাতো ভাই আলমগীর হোসেন রানাকে বেধরক মারপিট ও নগদ ৯০ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় চাচা কবির হোসেন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।পরে আলমগীর নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাসুদুর রহমান বলেন, আমরা এ ঘটনা এজাহার পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।