কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়নে ধান কাটতে গিয়ে অতিরিক্ত রোদ ও গরমে দিনমজুর আবুল হোসেনের (৬০) মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারকে খাদ্য ও অর্থ সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।
বুধবার (১ মে) রাতে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মুসফিকুল আলম হালিম মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড় ফারাজিপাড়া গ্রামে নিহত কৃষকের পরিবারের সদস্যদের হাতে নগদ ২৫ হাজার টাকা অর্থ সহায়তা তুলে দেন। ইউএনও মো. মুসফিকুল আলম হালিম ও মোগলবাসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজার রহমান এ তথ্য জানিয়েছেন।
এর আগে, বুধবার বেলা ১১টার দিকে মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড় ফারাজিপাড়া গ্রামে অন্যের জমিতে ধান কাটতে যান শ্রমিক আবুল হোসেন। বেলা ১১টার দিকে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে জমিতেই ঢলে পড়ে তিনি মারা যান। পরিবারের দাবি, আবুল হোসেন সুস্থ ছিলেন। মাত্রাতিরিক্ত গরমে ‘হিটস্ট্রোকে’ তার মৃত্যু হয়েছে।
ইউএনও জানান, জমিতে ধান কাটতে গিয়ে অতিরিক্ত গরমে কৃষিশ্রমিকের মৃত্যুর বিষয়টি জেলা প্রশাসক মো. সাইদুল আরীফের নজরে আসে। তিনি নিহত শ্রমিকের পরিবারকে খাদ্য ও আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশনা দেন। পরে সদর ইউএনও নিজে গিয়ে নিহতের পরিবারের কাছে সমবেদনা প্রকাশ করেন এবং সরকারের পক্ষ থেকে খাদ্য ও অর্থ সহায়তা হস্তান্তর করেন। এ সময় নিহত শ্রমিকের স্ত্রী, ৫ মেয়ে ও একমাত্র ছেলে উপস্থিত ছিলেন।
ইউএনও মুসফিকুল আলম হালিম বলেন, ‘কাজ করতে গিয়ে অতিরিক্ত গরমে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। পরে ডিসি স্যারের নির্দেশে নিহত শ্রমিকের পরিবারের কাছে গিয়ে সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা ও নগদ ২৫ হাজার টাকা অর্থ সহায়তা হস্তান্তর করেছি।’
সহায়তা প্রদানকালে চেয়ারম্যান মাহফুজার রহমান ও সংশ্লিষ্ট ওয়ার্ড ইউপি সদস্য উপস্থিত ছিলেন।