ঢাকা৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চিলমারিতে হিট স্ট্রকে একজনের মৃত্যু

প্রতিবেদক
admin
এপ্রিল ২৪, ২০২৪ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধি:২৪ এপ্রিল
কুড়িগ্রামের চিলমারীতে হিট স্ট্রোকে নজির হোসেন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২৪এপ্রিল) সকাল সাড়ে ৭টায় উপজেলার রমনা ইউনিয়নের রমনা ব্যাপারীপাড়া গ্রামে নিজ বাড়িতে অসুস্থ্য হয়ে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার রোকোনুজ্জামান সরকার।

মেম্বার রোকোনুজ্জামান সরকার জানান, রমনা ব্যাপারীপাড়া গ্রামের মৃত: আছুরুল্ল্যাহ ব্যাপারীর ছেলে নজির হোসেনের বসতভিটা চিলমারী নৌ-বন্দর সম্প্রসারণ কাজে কুড়িগ্রাম জেলা প্রশাসন থেকে একোয়ার করা হচ্ছিল। এনিয়ে তিনি চিন্তিত ছিলেন। এছাড়াও সকাল থেকে প্রচন্ড দাবদাহের কারণে তিনি বারবার পানি খাচ্ছিলেন। এসময় হঠাৎ তিনি অচেতন হয়ে পরে যান। এর কিছুক্ষণের মধ্যেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।