কুড়িগ্রাম প্রতিনিধি:
২৪ গণ অভ্যুথ্যান পরবর্তী কেমন কুড়িগ্রাম চাই শীর্ষক গন মাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)।
শুক্রবার দুপুরে শহরের ওএফসি চাইনিজ রেষ্টুরেন্ট হল রুমে জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স কর্মীদের সাথে জেলার বিভিন্ন সংকট সম্ভাবনা ও কর্ম পরিকল্পনার নিয়ে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ। এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি ড.আতিক মুজাহিদ, জেলা সংগঠক মোঃ মুকুল মিয়া অন্যান্য সংগঠক মোঃ মোজাম্মেল হক বাবু,মাওলানা দিনার মিনহাজ, মাসুম মিয়া, আসাদুজ্জামান আসাদ, গোলাম রসুল রনি,আব্দুল আজিজ নাহিদ প্রমুখ।
ড. আতিক মুজাহিদ জানান উন্নয়নের স্বার্থে এনসিপি যেকোন জোটে যোগ দিতে পারে। তিনি আরও বলেন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারনার পাশাপাশি মানুষের তথা জেলার উন্নয়ন নিয়ে তিনি এবং তার দল কাজ করছেন বলেও জানান তিনি।