কুড়িগ্রাম প্রতিনিধিঃ ৩ জুলাই
জুলাই গণ-অভ্যুত্থানের শোক, বর্ষপূর্তি ও শহিদদের স্মরণে রক্তদান ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ডক্টর’স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে কুড়িগ্রাম ডক্টর’স ক্লাবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ৩ জুলাই দুপুরে কুড়িগ্রাম ডক্টর’স ক্লাবে এ কর্মসূচিতে শতাধিক নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন।
ডক্টর’স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর আহবায়ক ডাঃ মোঃ মাহফুজুর রহমান মারুফ এর সভাপতিত্বে রক্তদান ক্যাম্পে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা ছাত্র দলের সভাপতি মোঃ আমিমুল ইহছান, ডাঃ রাকিবুল ইসলাম বাঁধন,ডাঃ রাফি ও ডাঃ রিমা (ড্যাব)কুড়িগ্রাম জেলা শাখা।
জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার আহমেদ শাওন,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ বিপুল,সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ সোহেল রানা ও কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ প্রমুখ।
কুড়িগ্রাম ডক্টর এ্যাসোসিয়েসন অব বাংলাদেশ (ড্যাব) এর আহবায়ক ডাঃ মোঃ মাহফুজুর রহমান মারুফ বলেন,জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়। এই দিনগুলোকে স্মরণ করে আমরা রক্তদানের মতো মহৎ কাজে অংশ নিয়েছি, যা মানবতার সেবায় নিবেদিত।
জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল বলেন, কেন্দ্র ঘোষিত এই কর্মসূচি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে শহিদদের স্মরণ এবং রক্তদানের মাধ্যমে জনসেবার অঙ্গীকার বলে জানান তিনি।
পরে সংগৃহিত রক্ত কুড়িগ্রাম সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে জমা দেয়া হয় বলে জানান সংগঠকরা।
