প্রতিনিধি কুড়িগ্রাম
কুড়িগ্রাম প্রথম আলো চরে বৈশাখি মেলা ও সাংস্কৃতিক। গতকাল আলোর পাঠশালা মাঠে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মেলা এবং সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করে প্রথম আলো চর যুব সমাজ। সফি খানের সভাপতিত্ব সন্ধ্যায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক সফি খান।
প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান আ,ন,ম ওবায়দুল রহমান, বিশেষ অতিথি লেখক ও কলামিস্ট নাহিদ হাসান নলেজ, ভূইয়া ফাুন্ডেশনের সভাপতি তাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো.সাকিব।
বক্তব্য রাখেন আলোর পাঠশালার প্রধান শিক্ষক মো.আতাউর রহমান, চরবাসীর পক্ষে ফজলার রহমান, বন্ধুসভার প্রাক্তন সভাপতি মোখলেস রহমান মুকুল।
আলোচনা শেষে সঙ্গীত পরিবেশন করেন সামছুল ইসলাম, মোস্তাফিজার রহমান, আলমগীর প্রধান, সফিকুল ইসলাম সফি।
স্থানীয় বাসিন্দা সহিদুল ইসলাম জানায় প্রতি বছর প্রথম আলো চরে এ অনুষ্টানের আয়োজন করা হয়। মেলা ও গান শুনতে আশেপাশের অসংখ্য চরের নারী, পুরুষ এবং শিশুরা উপস্থিত ছিলেন।
প্রথম আলো চর ও আলোর পাঠশালার প্রতিষ্ঠতা সফি খান জানায় চরের মানুষের বিনোদন বলতে তেমন কিছু নাই। সারা বছর হারভাঙ্গা পরিশ্রম করে চরবাসি ফসল ফলায়। তাদের একটু আনন্দ দিতে প্রতি বছর এ অনুষ্টানের আয়োজন করা হয়। এবার উদ্যোগ গ্রহন করে চরে যুব সমাজ। এজন্য তাদের ধন্যবাদ।