ঢাকা২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে কুকুরের কামড়ে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক
admin
মে ৭, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম ৭ এপ্রিল

কুড়িগ্রামর ফুলবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে আহত হাসান আলী (১৪) নামের এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়ে । মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যুতে ওই পরিবার-সহপাঠীসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত শিক্ষার্থী হলেন উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা এলাকার জাইদুল হকের ছেলে।

নিহতের প্রতিবেশী দাদী স্বপ্না বেগম জানান, প্রায় ২০ দিন আগে উপজেলার পানিমাছকুটি গ্রামে পাগল কুকুরের কামড়ে ১০ জন আহত হয়েছে। এ সময় এলাকার কিছু সাধারণ কুকুরকে ধাওয়া করে। পথচারীরা দেখে পাগলা কুকুর, পাগলা কুকুর বল চিৎকার করতে থাক। লোকজন কিছু বুঝ উঠার আগই কুকুরটি যাকে সামন পায় তাকেই কামড়াত। এদের মধ্যে আমার নাতি হাসান আলী (১৪) উপজেলা চত্বরে শিশু পার্কের বসে ছিল। তখন পাগলা কুকুরটি মাঠের একটি ছাগলকে কামড়িয়ে আহত কর। হাসান আলী ছাগলটিক বাঁচার জন্য এগিয়ে গেলে তাকেও কমড় কামড়িয়ে ক্ষতবিক্ষত কর। পরে বাড়ীতে এসে বিষয়টি পরিবারকে অবগত করে। পরিবারটি গরীব-অসহায় এবং টাকা পয়সার সংকটে ছেলেটির সু-চিকিৎসা না করে স্থানীয় ভাবে কবিরাজীর মাধ্যম ঝাড়ফুপের মাধ্যমে চিকিৎসা নেন। এতে ছেলেটির অবস্থার অবনতি হলে সোমবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় । সেখান চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে হাসানের মৃত্যু হয়। এটা মেনে নিতে পারছি না।

নিহত শিক্ষার্থীর সহপাঠী মাসুদ পারভেজ জানান, সে খুবই মেধাবী। সঠিক চিকিৎসায় না হওয়ায় সে মারা যান। তার মৃত্যুটা কোন ভাবেই মেনে নিতে পারছি না।

এ ব্যাপারে কুটিবাড়ী মর্ডান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগার আলী জানান, হাসান আলী আমাদের বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। সে খুবই ভাল ছাত্র। সে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিল। সে হাঠাৎ এভাবে অকালে মৃত্যু বরণ করবে এটা ভাবতে কষ্ট হচ্ছে।