ঢাকা২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটির ঈদ উপহার পেলেন শিক্ষার্থীরা।

প্রতিবেদক
admin
মার্চ ২৮, ২০২৫ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৭ মার্চ বিকেলে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট আর্দশ স্কুল এন্ড কলেজ মাঠে মেঘবাড়ি হাউজিং-এর চেয়ারম্যান ও ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটির প্রধান উপদেষ্টা জনাব মোঃ এমদাদুল হকের আর্থিক ও সার্বিক সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডশীপ ওয়েফেয়ার সোসাইটির আয়োজনে নাওডাঙ্গা ইউনিয়নের ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়। অনুষ্ঠানে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ড্রেস হাতে তুলে দেন জাতীয় নাগরিক পাটির কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক ড. আতিক মুজাহিদ, ফ্রেন্ডশীপ ওয়েফেয়ার সোসাইটির উপদেষ্টা সোহেল রানা, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মাহামুদুল হাসান লিখন,ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি জিল্লু রহমান,ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটির সাংগঠনিক সম্পাদক সাকুর সহ আরো অনেকেই।

ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ মনিরুজ্জামান সরকার প্রমুখ।

স্কুল ড্রেস বিতরণ শেষে সন্ধ্যায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেঘবাড়ি হাউজিং-এর চেয়ারম্যান ও ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটির প্রধান উপদেষ্টা জনাব মোঃ এমদাদুল হক ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাওডাঙ্গা উচ্চ বিদ‍্যালয় ও কলেজের সিনিয়র প্রভাষক তাজুল ইসলাম,নাওডাঙ্গা উচ্চ বিদ‍্যালয় ও কলেজের অধ‍্যক্ষ আবু হানিফ সহ ইউনিয়নের ৫ প্রতিষ্ঠানের শিক্ষকগণ,সম্মানিত সুধীজন, গণমাধ্যমকর্মী ও ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটির সকল সদস‍্যবৃন্দরা।