ঢাকা১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যাত্রাপুরে ভারতীয় মদসহ মোকলেছুর ও বিপুল’কে আটক করেছে বিজিবি।

প্রতিবেদক
admin
জুলাই ১৩, ২০২৫ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের যাত্রাপুরে ভারতীয় মদসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এসময় ২৯ বোতল ভারতীয় মদ ও দুটি মোবাইল জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করায় হয় বলে জানিয়েছেন বিজিবি।

বিজিবি সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি অধীনে যাত্রাপুর বিওপি এলাকার ফারাজি পাড়া গ্রাম থেকে ভারতীয় মদসহ মোঃ মোখলেছুর রহমান ও বিপুল নামের দুই যুবককে আটক করেছে বিজিবি। এসময় তাদের কাছ থেকে ২৯ বোতল মদ উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক বলেন, দিয়া ডাঙা বিওপির একটি দল ওই দুই মাদকপাচারকারীকে সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করে ১ বোতল মদ পান।পরে জিজ্ঞাসাবাদ করে বাকি মদ উদ্ধার করে বিজিবি।এর সাথে জড়িত মুল হোতাদের আটক করতে কাজ করছে বিজিবি।