কুড়িগ্রামে ২য় ধাপে উপজেলা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ ও মতবিনিময় করছেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।
এতে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল-আসাদ মো: মাহফুজুল ইসলাম বক্তব্য দেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে এডিসি জেনারেল বরমান হোসেন, জেলা নির্বাচন অফিসার,মোঃ আলমগীর,উপজেলা নির্বাহী অফিসার মোছা: খাদিজা বেগম, অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান,উপজেলা নির্বাচন অফিসার সুপ্ত করিম সহ উপজেলার প্রিজাইডিং অফিসারগণ উপস্থিত ছিলেন।
অবাধ, সুষ্ঠু,নিরপেক্ষ নির্বাচন করার নিমিত্তে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপ উপলক্ষে উপজেলার ভোটকেন্দ্র সমূহের জন্য নিয়োজিত প্রিজাইডিং অফিসারগণের প্রশিক্ষণ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।