ঢাকা১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজারহাটে জমি ও দোকান দখলের অভিযোগ

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১৩, ২০২৪ ১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ১২ ডিসেম্বর
কুড়িগ্রামের রাজারহাটে মোঃ আব্দুল মান্নানের ক্রয়কৃত জমি ও দোকান দখল করে সার কীটনাশকের ব্যবসা করার অভিযোগ উঠেছে উমর মজিদ ইউনিয়নের মোঃ হানিফ উদ্দিনের বিরুদ্ধে। একই দাগ খতিয়ানে আরো ৩ টি দোকান দখল না করে দীর্ঘ ১০ বছর পরে হঠাৎ আব্দুল মান্নানের দোকান দখলের ঘটনায় স্থানীয়দের মাঝে সমালোচনার ঝড় উঠেছে।এ ঘটনায় মোঃ আব্দুল মান্নানের ছেলে মোঃ শাহিন আলম রাজারহাট থানায় একটি অভিযোগ দাখিল করেন।

অভিযোগ সুত্রে জানা গেছে,কুড়িগ্রাম রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের গলাকাটা বাজারে কেনা সম্পত্তিতে প্রায় ১০ বছর ধরে চা দোকানের ব্যবসা আব্দুল মান্নান।ক্রয়সুত্রে বর্তমান জবরদখল কৃত ব্যক্তি মোঃ হানিফের বাবার কাছ ১০ বছর পূর্বে দলিল করে নিয়ে ছিলেন তিনি । সরকার পতনের পর চা দোকানে আলাপচারিতায় দুজনের মধ্যে দ্বন্ধ শুরু হয়।এরই জেরে আওয়ামী লীগের দোসর বানিয়ে অজ্ঞাত মামলার আসামী করে হাজতে পাঠান হানিফ।গত পরশু মোঃ আব্দুল মান্নানকে পুলিশ আটক করলে ওই দিন সকালে কোন নোটিশ ছাড়া দোকানটি নিজের দখলে নেন।পরে ওই দোকানে টেবিল ব্রেঞ্চ সরিয়ে নাম মাত্র তিনটি ধানের বীজের প্যাকেট, ৪ টি ইউরিয়া সারের বস্তা নিয়ে দোকানে বসে পড়েন হানিফ। মোঃ হানিফ ওই ওয়ার্ডের বিএনপি যুবদলের সেক্রেটারি হওয়ায় রাজনীতির ক্ষমতা বলে দোকান দখল করেছেন বলে জানান স্থানীয়রা।এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে নিজের দোকান ফেরৎ চান ভুক্তভোগীরা।

উমর মজিদ ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ আব্দুর রউফ বলেন,আঃ হানিফ যদি অপরাধ করে থাকে তাকে ওই দোকান থেকে বের করে দেয়া হবে।

স্থানীয় বাসিন্দা মোঃ আপজাল হোসেন বলেন, হানিফের বাবা আঃ মান্নানের কাছে জমি বিক্রি করেছে।সাবেক দাগ ঠিক আছে তবে হালনাগাদ দাগের ভুলের সুযোগ নিয়ে হানিফ দোকান দখল করা ঠিক হয় নাই। এটা বসে সমাধান করা যেত।ক্ষমতা দেখিয়ে কাউকে জোরজবরদস্তি করা ঠিক না।

বাজার সমিতির সভাপতি দুলাল মন্ডর বলেন,এ ঘটনায় দু বার সালিশ করা হলেও হানিফ সে শালিসে আসে নাই।উপরন্তু ক্ষমতার অপ ব্যবহার করেছে।

আব্দুল হানিফ বলেন,কাগজ পত্রে জমি আমার, এত বছর ওরা গায়ের জোরে দোকান করেছিল।এখন সময় এসেছে আমার দোকানে আমি বসেছি।

অভিযুক্ত আব্দুল হানিফ


কুড়িগ্রাম রাজারহাট থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রেজাউল করিম রেজা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,অপরাধী যে দলের হোক কোন ছাড় নেই। তবে এ বিষয়ে স্থানীয়ভাবে আবার সালিস বৈঠক করার কথা শুনলাম বলে জানান তিনি।