ঢাকা১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজিবপুরে জমি বিরোধ নিয়ে যুবক নিহত

প্রতিবেদক
admin
এপ্রিল ২৮, ২০২৪ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ২৮ এপ্রিল
কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার টাঙ্গালিয়াপাড়া পূর্বপাড়া এলাকায় জমি জমা সংক্রান্ত জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে হামিদুল(২২) নামে এক যুবক নিহত হয়েছে।
শনিবার ২৭ এপ্রিল বিকাল আনুমানিক ৫ ঘটিকায় সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাজিবপুর থানা পুলিশ মূল আসামী সহ তিন জনকে গ্রেফতার করেন।

এলাকাবাসি জানান, মহিজাল ও তার পুত্র নাসিরের এর সাথে প্রতিবেশী রফিকুল ও তার পুত্র হামিদুল এর বাড়ির পাশের রাস্তা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।ঘটনার সূত্রে জানা যায়, হামিদুলের বাড়ির ছাগল নাসিরের জমির ফসলের ক্ষতি করে।ফসলের ক্ষতি করার জন্য উভয় বাড়ির লোকজনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়া চলাকালীন সময়ে নাসিরের মা ও বোন প্রতিবেশী হামিদুলের বাড়ির দিকে ঢিল ছুড়ে মারে। এক পর্যায়ে ঢিল গিয়ে হামিদুলের ২ বছরের বাচ্চার গায়ে লাগে। এ নিয়ে ঝগড়াঝাটি মারাত্মক রূপ নেয়। ঝগড়াঝাটি চলাকালীন সময়ে নাসির ও তার মা ধারালো অস্ত্র দিয়ে হামিদুলকে এলোপাতাড়ি কুপিয়ে জঘম করে।ঘটনাস্থলেই হামিদুলের মৃত্যু ঘটে।

এ বিষয়ে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান বলেন,রাজিবপুর থানার চৌকস পুলিশ বাহিনী অভিযান চালিয়ে মূল আসামী সহ মোট তিনজনকে গ্রেফতার করেছে।
লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আতাউর রহমান রাজিবপুর