কুড়িগ্রাম প্রতিনধিঃ ২৫ মার্চ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে লোকালয়ের গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে ভারতীয় একটি হনুমান। রবিবার শেষ বিকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া ছড়ারপাড় এলাকায় হনুমানটিকে গাছের মগ ডালে ডালে ঘুরে বেড়াতে দেখা যায়। এদিকে লোকালয়ে বন্যপ্রাণী আসার খবর ছড়িয়ে পড়লে হনুমানটিকে এক নজর দেখার জন্য ওই এলাকায় শতশত শিশু-কিশোরসহ উৎসুক জনতার ভীড় জমেছে।
জানা গেছে, রবিবার (২৪ মার্চ) শেষ বিকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া ছড়ারপাড় এলাকার আব্দুস সালাম খন্দকারের বাড়ীর পাশে একটি মেহগনি গাছের মগডালে হনুমানটিকে বসে থাকতে দেখেন স্থানীয়রা। হঠাৎ গাছের ডালে হনুমান বসে থাকতে দেখে চিৎকার চিল্লাহাল্লা শুরু হয়ে যায়। চিৎকার চেঁচামেচিতে আশপাশের এলাকা থেকে শিশু কিশোরসহ বিভিন্ন বয়সের নারী পুরুষ ছুটে আসতে থাকে ওই এলাকায়। বন্যপ্রাণী এ হনুমানটিকে দেখার জন্য মুহুর্তের মধ্যে ওই এলাকায় শতশত উৎসুক জনতার ভীড় জমে যায়। হনুমান দেখে আনন্দে লাফালাফি করতে থাকে স্থানীয় শিশু কিশোররা। লোকজনের ভীড় বেড়ে গেলে ওই গাছে উঁচু ডালে অবস্থান নেয় হনুমানটি।
আরো পড়ুন..কুড়িগ্রামের ধরলার পাড়ে হচ্ছে ভুটানের কৃষিভিত্তিক শিল্পাঞ্চল
স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, ফুলবাড়ী উপজেলায় কোন বনাঞ্চল নেই। তবে ভারতীয় সীমান্ত নিকটবর্তী। হনুমানটি হয়তো দলছুট হয়ে কিংবা খাবারের খোঁজে সীমান্ত পেরিয়ে এ এলাকায় চলে এসেছে। তবে এই হনুমান টি প্রথমে সীমান্তবর্তী গোরকমন্ডলে দেখা গেছে। এর পর নাওডাঙ্গা হয়ে শিমুলবাড়ীতে আসে। মানুষজন হনুমানের ভয়ে আতংকে থাকলেও এ পর্যন্ত কোন মানুষের ক্ষতি হয়নি।
উৎসুক জনতার মধ্যে বিশাদ মিয়া, আব্দুল বাতেন বলেন, সার্কাস বা চিড়িয়াখানায় হনুমান দেখেছি কিন্তু আজ বাড়ীর পাশের গাছে হনুমান বসে থাকতে দেখে খুবই ভালো লাগছে। মনে হয় দলছুট হয়ে হনুমানটি এ এলাকায় এসেছে ।
স্কুল ছাত্র রাকিব ও মেহেদী হাসান জানান, জীবনের এই প্রথম বাড়ীর কাছেই স্বচোখে হনুমান দেখলাম। দেখে আমাদের সবার ভালই লাগলো।
এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা বন কর্মকর্তা নবীর উদ্দিন বলেন, শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় এলাকায় গাছে গাছে একটি হনুমান ঘুরে বেড়ানোর খবর পেয়েছি।ধারনা করা হচ্ছে হনুমানটি দলছুট হয়ে ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে এসেছে। কারন ফুলবাড়ী উপজেলায় কোন বনাঞ্চল নেই। উৎসুক জনতার প্রতি অনুরোধ কেউ যেন হনুমানটির দিকে ঢিল না ছোড়ে। আশা করছি দুই এক দিনের মধ্যে হনুমানটি যেখান থেকে এসেছে সেখানে ফিরে যাবে।