ঢাকা১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে আলোচনা সভা

প্রতিবেদক
admin
মে ২১, ২০২৫ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মাসুদ রানা,কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সদর উপজেলায় শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি সহ অভিভাবকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রাম এরিয়া প্রোগ্রাম এর আয়োজনে মঙ্গলবার (২১ মে) জেলা শহরের খলিলগঞ্জ এলাকার অভিনন্দন কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সদর উপজেলার মোগলবাসা, বেলগাছা, হলোখানা, ভোগডাঙ্গা, পাঁচগাছি, যাত্রাপুর, ঘোগাদহ, কাঁঠালবাড়ী সহ পৌরসভা এলাকার অংশগ্রহণকারীর অংশ নেন।

এতে বক্তব্য রাখেন, প্রোগ্রাম অফিসার মারিও মার্ডি, স্পনসর শিপ এন্ড চাইল্ড প্রোটেকশন অফিসার মনি দিও ও এপি ম্যানেজার প্রেরণা চিসিম।

সভার শুরুতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর যাত্রা ও কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পরে শিশু নির্যাতন, বাল্য বিবাহ প্রতিরোধ, শিশু শ্রম, শিশুদের পুষ্টি বিকাশ, শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা বিষয়ে আলোচনা করা হয়। এতে অংশগ্রহণকারীদের শিশুদের বিরুদ্ধে সহিংসতা ও সুরক্ষা বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তারা।